Loading Now

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জনৈক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), যিনি ২২ বছর ধরে পুলিশের তালিকায় পলাতক ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় রহমতনগর-সূর্যমনি এলাকা থেকে পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের একটি টিম ফিরোজ নামের এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, ২০০৩ সালে জমিসংক্রান্ত বিরোধীয় জেরে এক ব্যক্তিকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেন ফিরোজ। সেই ঘটনায় বাউফল থানার মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সাথে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুও করা করেছিলেন আদালত। ২০০৭ সালে আদালতের দেওয়া রায়ের পরে লাপাত্তা হয়ে যান তিনি।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন র‌্যাব কোম্পানি কমান্ডার তুহিন রেজা জানিয়েছেন, দীর্ঘ ২২ বছর ফিরোজ পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফল থেকে তাকে গ্রেপ্তার করেছে। এবং ওইদিনই সংশ্লিষ্ট বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

Post Comment

YOU MAY HAVE MISSED