Loading Now

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

 

নিজস্ব প্রতিবেদক ॥

চলমান অনলাইন ক্লাসের ইতি টেনে ১৮ মার্চ থেকে ঈদ উপলক্ষে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। অপরদিকে, অফিসসমূহ ২৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রমজান মাস উপলক্ষে ১১-১৭ মার্চ অনলাইনে ক্লাস ও স্ব-শরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে সিকিউরিটিসহ অন্যান্য জরুরী সেবাসমূহ বলবৎ থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED