Loading Now

২৪ হাজারে বিক্রি হলো এক কোরাল

কলাপাড়া প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা মাছের বাজারে দেখা মিললো ২৩ কেজি ওজনের এক সামুদ্রিক কোরাল। নিলামে এটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১৫ জুন) সকালে মাছটি মনি ফিশ নামের মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন মামুন জমাদ্দার নামের এক জেলে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মহিপুরের জেলে মামুন জমাদ্দার দুদিন আগে সমুদ্রে জাল ফেলেন। ওই জালে কোরাল মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য কুয়াকাটা মাছের বাজারে নিয়ে এলে নিলামে তোলা হয়। এক হাজার ৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন কুয়াকাটা মাছের বাজারের ব্যবসায়ী মো. মোস্তাফিজ।

 

জেলে মামুন জমাদ্দার বলেন, ‌‘সরকারের নিষেধাজ্ঞা শেষে এত বড় মাছ পাবো ভাবতে পারিনি। আশা করছি সামনে আরও এরকম বড় মাছের দেখা মিলবে।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকারে নেমেছেন। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে।

Post Comment

YOU MAY HAVE MISSED