২৫০০ গায়েবি মামলা চিহ্নিত, সাতদিনের মধ্যে প্রত্যাহার: আইন উপদেষ্টা
অনলাইন ডেক্স ।।
দেশের ২৫ জেলায় আওয়ামী লীগের আমলে আড়াই হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, আড়াই হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এসব মামলা প্রত্যাহার হবে বলে আশা করা হচ্ছে।
Post Comment