২৯ কোটি টাকার হিসাব কীভাবে পরিচালনা করেছে জানাল জামায়াত
অনলাইন ডেক্স ।।
২০২৪ পঞ্জিকা বছরে ২৯ কোটি টাকা আয় হলেও সে হিসাব ব্যাংকে না করে কীভাবে সম্পন্ন করেছে, সে ব্যাখ্যা দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে আয়-ব্যয়ের হিসাব পরিচালনার ব্যাখ্যা তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গত ১৫ বছর আমরা বাড়িঘরে থাকতে পারিনি। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবো কেন? ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যদি যেতাম, আয়নাঘরে ঢুকতে হতো।
সে কারণে যে রিটার্নটা আমরা এখন দিয়েছি সেখানে ব্যাংক উল্লেখ নেই। আগামী রিটার্নের সময় অবশ্যই পরিবেশ অনুকূল থাকলে আমরা এটা করবো।
হামিদুর রহমান আযাদ বলেন, হিসাব পদ্ধতিতে যদি যান আমার বাবা-দাদার আমলে, হিসাব পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টের কাজ কতজনের ছিল? কোটি কোটি টাকার লেনদেন তো হয় দোকানগুলোয়। এখনো বাংলাদেশের একটা বিরাট সংখ্যা আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই।
হিসাবের যদি সিস্টেম আনেন, যার যার মতো হিসাব রাখতে পারে। ইলেকশন কমিশনও কোনো শর্ত আরোপ করে না যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেই দলের হিসাব রাখতে হবে। এটা আমার দলের সিদ্ধান্তের ব্যাপার।
হামিদুর রহমান আযাদ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের ভিত্তিতে ২০০৮ সালের যে রিটার্ন জমা দেওয়া হয়, সেখানে হিসাবের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ ছিল।
গত ২৯ জুলাই ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয় জামায়াত। অডিট রিপোর্টে উল্লেখ করা হয়—কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ইসি কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের নামে রক্ষিত ব্যাংক-অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব, দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়। আর এই শর্ত পূরণ না করায় সম্প্রতি নতুন দলগুলোকে চিঠি দিয়েছিল কমিশন।
জামায়াতে ইসলামী তাদের অডিট রিপোর্টে ব্যাংক হিসাব নেই উল্লেখ করেছে। তাহলে এই রিপোর্ট আপনারা গ্রহণ করবেন কি না, জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বাংলানিউজকে বলেন, বিষয়টি ভালো বলেছেন। আমি দেখবো।
তথ্য সূত্র : বাংলা নিউজ,,,,,
Post Comment