৩০ ওয়ার্ডের মহানগর বিএনপির ইফতার নিয়ে নানা গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের যৌথ সাক্ষরে নগরের ৩০ ওয়ার্ডের সমন্বয়ে ইফতার পার্টি করার সিদ্ধান্ত নেয়ার তথ্য প্রেস বিজ্ঞপ্তি আকারে গনমাধ্যমে জানানো হয়েছে।কিন্তু প্রশ্ন হলো যেখানে ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে সেখানে এই ইফতার পার্টি গুলো করবে কারা?সাবেক নেতৃবৃন্দ নাকি এখন যারা বিএনপির পদে আসতে হাঙামা করছেন তারা?এ নিয়ে চলছে বিএনপির রাজনৈতিক পাড়ায় তোলপাড়। বরিশাল মহানগর বিএনপির একাধিক সদস্য ও যুগ্ন আহবায়করা নগর বিএনপির ২ নেতার এহেন সিদ্ধান্তকে প্রত্যাখান করে জানিয়েছেন এতে নব্য বিএনপির উত্থান হবে এবং দলে অনুপ্রবেশ বাড়বে।একই সাথে পকেট ভারি হবে ২ নেতার(আহবায়ক ও সদস্য সচিব)। সুত্র জানায় মহানগর বিএনপির কমিটি কার্যক্রম এখন নেই বললেই চলে।কারন কেন্দ্র থেকে দলের সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচিত করতে নির্বাহী সদস্য হাসান মামুন কে দায়িত্ব দেয়া হয়েছে। তার সাথে কোনো আলোচনা এমনকি এক তৃতীয়াংশ সদস্যদের সাথে কোন মতামত না নিয়ে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব একক সিদ্ধান্ত নিয়ে এ ইফতার পার্টি ঘোষনা দিয়েছেন বলে জানা গেছে। সুত্র জানায়, মহানগরে ওয়ার্ড কমিটি বিলুপ্ত। নতুন কোন কমিটিও হয়নি।অন্যদিকে বরিশাল বিএনপি ৪ ভাগে বিভক্ত। এখানে এহেন হযবরল পরিস্থিতিতে ইফতার হলে প্রতিনিয়ত হবে বিশৃংখলা একই সাথে কমিটিতে স্থান পেতে নিষ্ক্রিয় ও নব্য লোকজন অর্থ দিয়ে শোডাউন করবে এতে বিএনপিতে অনুপ্রবেশ ঘটবে।গুঞ্জন রয়েছে একেকটি ওয়ার্ডকে ৩০-৪০ হাজার টাকা ইফতার পার্টি তে শরীক হওয়ার জন্য চাঁপ দেয়া হয়েছে। ফলে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম কারী নেতাকর্মীরা সম্পদশালী নেতৃত্বের সাথে পেরে উঠবে না।তাই বেশির ভাগ কর্মী, সর্মথকরা হতাশ।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন,এই ইফতার পার্টি সম্পর্কে আমি কিছু জানি না।এখন যেখানে কমিটিই নেই তাহলে কারা ইফতার আয়োজন করবে।তারা(আহবায়ক, সদস্যসচিব) নিজেদের সিগনেচার পাওয়ার দেখাচ্ছে। আমি সহ একাধিক নেতৃবৃন্দ কেন্দ্রে জানিয়ে দিছেছি।তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলেন নাসরিন।
অন্যদিকে বিএনপির বরিশাল মহানগর শাখার আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, কেন্দ্রের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সকল কে চিনি, সেক্ষেত্রে কমিটি না থাকলেও সমস্যা হবে না।
উল্লেখ্য বরিশালে মহানগর বিএনপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ই মার্চ নগরীর ৯,১০,১১,১২,১৩ নং ওয়ার্ড বিএনপির ইফতার,এবং এর জন্য আউটার স্টেডিয়ামে ভেন্যু ঠিক করা হয়েছে। পরদিন এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮ ওয়ার্ড এ ইফতার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং ১৬ মার্চ ১৪,১৫,১৬,১৭,১৮,১৯ নং ওয়ার্ড টাউন হলের সামনে, ১৭ ই মার্চ ২০,২১,২২,২৮,২৯,৩০ নং ওয়ার্ড বিএনপির ইফতার বিএম কলেজের মাঠ,এবং ১৮ ই মার্চ ২৩,২৪,২৫,২৬,২৭, নং ওয়ার্ড বিএনপির ইফতার এর জন্য রুপাতলি হাউজিং স্কুলের মাঠে ভেন্যু নির্ধারণ করে ইফতার পার্টি করার ঘোষণা দেয় মহানগ বিএনপির আহবায়ক ও সদস্য সচিব।
Post Comment