Loading Now

৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক ।।

অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে গত ২৯ জুলাই একই দাবিতে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। সেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে এই তিন দফা দাবির প্রতি একমত প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কীর্তনখোলা নদীর তীরে ১৪ বছর আগে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় এখনও পূর্ণাঙ্গতা পায়নি। বর্তমানে ২৫টি বিভাগের জন্য প্রয়োজনীয় ৭৫টি শ্রেণিকক্ষের বিপরীতে রয়েছে মাত্র ৩৬টি।

ফলে প্রায়ই খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং সেশনজট আরও প্রকট করে তুলছে। তাদের অভিযোগ, শ্রেণিকক্ষ, শিক্ষক, আবাসন, পরিবহন এবং গ্রন্থাগারের বইয়ের তীব্র সংকটে শিক্ষাজীবন দিন দিন কষ্টসাধ্য হয়ে উঠছে। একটি মাত্র ভবনে একসঙ্গে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের অফিসকক্ষ, ল্যাব এবং দপ্তর সংকটে নিত্যপ্রয়োজনীয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান, ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি খেলার মাঠ, নেই কোনো সুইমিং পুল কিংবা জিমনেশিয়াম—যা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম ক্রীড়া অবকাঠামোর অংশ হওয়া উচিত।

পরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়েও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে, যা দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আন্দোলনরত শিক্ষার্থী আবু বক্কর বলেন, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে যে সুযোগ-সুবিধা প্রয়োজন, তার সবকিছু থেকেই আমরা বঞ্চিত। আমরা এই বৈষম্যের অবসান চাই এবং আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে।

শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, ববিতে নবাগত শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই নিরাপদে বাসে চলাচল, স্বচ্ছন্দে ক্লাস এবং আবাসিক হলে থাকার স্বপ্ন দেখে। কিন্তু শিক্ষাজীবন শেষ হওয়ার পরও সেই স্বপ্ন পূরণ হয় না। আমরা চাই—এই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক।

Post Comment

YOU MAY HAVE MISSED