৩ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের আটকাদেশ দেয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বরিশালের শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম ওই রায় দেন। রায় ঘোষনার সময় দন্ডিত আসামী রুম্মান সরদার আদালতে উপস্থিত ছিলো। রুম্মান উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের দুলাল সরদার এর ছেলে।
মামলার সময় আসামী রুম্মান সরদারের বয়স ছিলো ১৬ বছর। রায় ঘোষনার সময় তার বয়স ২৯ বছর বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আজিবর রহমান। মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১১ সালের ২৬ নভেম্বর দুপুরে তিন বছর বয়সী শিশু কন্যা বাড়ির অন্যান্য শিশুদের সাথে গোল্লাছুট খেলতে ছিলো। খেলার এক পর্যায়ে ওই শিশু পাশের রুম্মান সরদারের বাড়িতে যায়। তখন ওই শিশুর সাথে থাকা চাচাতো ভাই অপর শিশুকে একটি সাইকেলের টায়ার ও এক টাকা দিয়ে চকলেট কিনতে পাঠিয়ে দেয় রুম্মান। পরে শিশু কন্যাকে বাড়ির টয়লেটে নিয়ে ধর্ষণ করে। এতে শিশু কন্যা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তখন অন্যরা টের পেয়ে এগিয়ে এলে রুম্মান শিশু কন্যাকে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একমাত্র রুম্মানকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা করে। উজিরপুর মডেল থানার এসআই আশীষ পাল ২০১২ সালের ৫ জানুয়ারী রুম্মানকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। আদালত ৯ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন।
Post Comment