Loading Now

৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৪র্থ ব্যাচের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালসহ সারাদেশে একযোগে অনলাইন উদ্বোধন করা হয়েছে “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প”-এর ৪র্থ ব্যাচের। প্রশিক্ষণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, সহযোগিতায় রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মাননীয় উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসুদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মানিকহার রহমান।

বরিশাল জেলার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান (বরিশাল ও খুলনা) কিশোর চন্দ্র বালা ও সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক, কো-অর্ডিনেটরগণ। এবারের ব্যাচে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ সমাজকে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানে যুক্ত করা হচ্ছে। বক্তারা বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলবে এবং “তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ” গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post Comment

YOU MAY HAVE MISSED