Loading Now

৪ দফা দাবিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের ৩ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক ।।

চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১২১ জন কর্মচারী গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। এ সব দাবি আদায়ে বিক্ষোভ শেষে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন কর্মচারীরা।

সোমবার বেলা ১১টায় আন্দোলনকারীরা নগরভবনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শাখায় যান। পরে তারা দাবি আদায়ের লক্ষ্যে প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন।

তাদের অন্য তিনটি দাবি হলো- পদোন্নতি প্রদান, নতুন নিয়োগ বাতিল এবং দুর্নীতি বন্ধ করা।

এ সময় উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিছুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা। পরে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে চার দফা দাবি তুলে ধরেন কর্মচারীরা।

বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, তারা সোমবারও বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে প্রধান নির্বাহী রেজাউল বারীর সঙ্গে চার সদস্যের প্রতিনিধিদল দেখা করেন। তিনি তিন দিন সময় চেয়েছেন। এর মধ্যে সমস্যার সমাধান না হলে রোববার থেকে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Post Comment

YOU MAY HAVE MISSED