Loading Now

৫ হাজার থেকে ৯০ কোটি, ৩৩ বছরের পারিশ্রমিক বৃদ্ধির গল্প শোনালেন অক্ষয়

বিনোদন ডেক্স ।।

অক্ষয় কুমার বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা। ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই একের পর এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার জনপ্রিয়তা যেমন অটুট, তেমনি পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের শীর্ষ সারির তারকাদের একজন হিসেবে।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে অক্ষয় কুমার জানিয়েছেন তার প্রথম পারিশ্রমিকের কথা—যা ছিল ১০ হাজার টাকারও কম!

এ অভিনেতা জানান, তার প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫ হাজার ১ টাকা। তাকে প্রশ্ন করা হয়েছিল, এটা কি তার ১৯৯১ সালের সিনেমা ‘সৌগন্ধ’র জন্য ছিল? উত্তরে আকশয় জানান, না, এই টাকা তিনি পেয়েছিলেন ‘দিদার’ ছবির জন্য, যার প্রযোজক ছিলেন প্রমোদ চক্রবর্তী।

অক্ষয় বলেন, ‘প্রমোদ চক্রবর্ত্তীজি আমার হাতে প্রথম ৫ হাজার ১ টাকার চেক তুলে দিয়েছিলেন।’ অভিনেতা আরও জানান, ‘আমি ওই ছবির জন্য মোট ৫০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলাম।’

এই ক্ষুদ্র শুরু থেকেই আজ অক্ষয় কুমার প্রতি সিনেমার জন্য প্রায় ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন—এমনটাই জানা যাচ্ছে। সম্প্রতি সাইফ আলি খানের সঙ্গে একটি সিনেমাতে কাজ করার জন্য এ পরিমাণ পারিশ্রমিক দাবি করেছেন তিনি।

‘হেরা ফেরি’ খ্যাত এই অভিনেতা তার সাফল্যের পেছনে কৃতিত্ব দিয়েছেন ভাগ্যকেই। তার ভাষায়, ‘একজন মানুষের ক্যারিয়ারে ৭০ শতাংশই ভাগ্যের ভূমিকা, আর ৩০ শতাংশ হলো পরিশ্রম। আমি মনে করি, ভাগ্য বেশি গুরুত্বপূর্ণ।’ তবে তরুণ প্রজন্মকে সব সময় চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আকশয়।

‘হেরা ফেরি ৩’ নিয়ে বিতর্ক ও আইনি টানাপোড়েন

সম্প্রতি অক্ষয় আবারও আলোচনায় আসেন হেরা ‘ফেরি ৩’ নিয়ে। জানা গেছে, এই সিরিজ থেকে অভিনেতা পরেশ রাওয়াল সরে দাঁড়ানোর পর বিষয়টি আইনি মোড় নেয়। এরপর অক্ষয়ের প্রযোজনা সংস্থা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মানহানির মামলা করে। এ বিষয়ে পিঙ্কভিলাকে আকশয় বলেন, ‘সব কিছু ভালোভাবেই হবে—আমি জানি নিশ্চিতভাবে।’

সামনে কী আসছে অক্ষয়ের?

অক্ষয় কুমার এখন প্রস্তুতি নিচ্ছেন তার আসন্ন তেলেগু পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা ‘কান্নাপ্পা’র জন্য। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বিষ্ণু মাঞ্চু। ছবিতে বিশেষ উপস্থিতি থাকবে অক্ষয়ের, সঙ্গে থাকবেন দক্ষিণী তারকা মোহনলাল ও প্রভাসও। সিনেমাটি ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘হাউসফুল’, ‘ওএমজি’র মতো সুপারহিট সিনেমার নায়ক অক্ষয়ের এই যাত্রাপথ নিঃসন্দেহে বলিউড ইতিহাসের অন্যতম প্রেরণাদায়ক গল্প।

Post Comment

YOU MAY HAVE MISSED