Loading Now

৬ মিনিটে শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

স্পোর্টস ডেক্স ।।

ঘরের মাঠে চলতি মাসে দুটি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের বিপরীতে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তবে দল বাংলাদেশ হলেও টিকিট বিক্রিতে দেখা গেল ভিন্ন চিত্র।

প্রীতি ম্যাচের টিকিট ছাড়ার ২৬ ঘণ্টায় যেখানে মাত্র ৫ হাজার বিক্রি হয়, সেখানে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ছাড়ার ৬ মিনিটেই শেষ।

টিকিট নিয়ে দর্শকদের মধ্যে এমন উন্মাদনার কথা জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

টিকিট শেষ হওয়ার বিষয়ে গোলাম গাউস বলেছেন, ‘সাধারণ গ্যালারির সব টিকিট ৬ মিনিটের মধ্যে শেষ হয়েছে। গ্রাহকরা এখনো পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে।

এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’

আজ ৬ ক্যাটাগরিতে দুপুর ২টায় টিকিট ছাড়া হয়েছিল ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–তে। ছাড়া মাত্রই টিকিট কাটতে হুমড়িখেয়ে পড়েন দর্শকরা। এতে করে Quicket– এর কর্তৃপক্ষ ওয়েবসাইটে SOLD OUT লিখতে বাধ্য হয়।

ছয় ক্যাটাগরির মধ্যে সর্বনিম্ন দাম গ্যালারির—৫০০ টাকা। ৩০০০ করে দাম ধরা হয়েছে ক্লাব হাউস-২ ও ভিআইপি বক্স-৩। অন্যদিকে ভিআইপি বক্স-২য়ের ৪০০০ টাকার বিপরীতে ক্লাব হাউস-১ এর দাম ধরা হয়েছে ৫০০০। আর সর্বোচ্চ ৬০০০ টাকা ধরা হয়েছে রেড বক্সের।

অথচ, ১৮ নভেম্বরের ম্যাচটি বাংলাদেশ-ভারতের জন্য বলা যায় নিয়ম রক্ষার।

কেননা দুদলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা হারিয়েছে। তবে ম্যাচটা বাংলাদেশ-ভারতের মর্যাদার বলেই হয়তো টিকিট নিয়ে এত হাহাকার। বাছাইপর্বের ম্যাচটির আগে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামেই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

Post Comment

YOU MAY HAVE MISSED