Loading Now

৭ দিনের রিমান্ডে গৌরনদীর হারিছ

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গৌরনদী থানা পুলিশ জানিয়েছে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া আলোকিত সংবাদকে জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলো। গ্রেপ্তারকৃত হারিছ বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহর অতি ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিছের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা রুজু হয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিছকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে যে মামলায় হারিছকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার। হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হারিছের শারীরিক অবস্থা ভালো নেই আদালতকে এমনটা জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায়, তবেই রিমান্ডে নেওয়ার কথা জানান আদালত।

Post Comment

YOU MAY HAVE MISSED