Loading Now

৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে মিনি ঠিকাদারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ।।

পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০% রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় নগরীর রুপাতলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী অফিসের সম্মুক্ষে সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরিশাল বিভাগের ছয় জেলার মিনি ঠিকাদার কল্যাণ সমিতির প্রায় সকলেই এতে উপস্থিত ছিলেন।

সভাপতি জুয়েল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জানান, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হাওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনতিবিলম্বে পুরাতন রেট বাতিল করে নতুন ৮০ % রেট বৃদ্ধির দাবীতে স্মারকলিপি প্রদান করেন। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ঠিকাদারি কাজে অংশগ্রহণ করবেন না।

তারা আরো বলেন, গত ২০১৭ সালে যেখানে লেভার, লাইনম্যান, ফরম্যান, সুপারভাইজারদেরকে বেতন দ্বিগুণ দিতে হচ্ছে। আগে যেখানে বেতন-ভাতা দেওয়া হতো ৮ হাজার টাকা। বর্তমানে তাদেরকে দিতে হচ্ছে ১৭ হাজার টাকা। এইভাবে প্রতিটি সরঞ্জামাবাদির দাম বৃদ্ধি পেয়েছে। ভ্যাট, ইনকাম ট্যাক্স ছিল সাড়ে ৭%, এখন তা বৃদ্ধি পেয়ে সাড়ে ১৮% হয়েছে। সব মিলিয়ে আমাদের পিট এখন দেয়ালে আটকে গেছে। আমরা চাই, অতি দ্রুত ৮০% রেট সিডিউল বৃদ্ধিসহ আমাদের দাবিসমূহ আরইবি কর্তৃপক্ষ মেনে নিবেন। না হয় আমরা আমাদের মিনি টিকাদার সমিতির নেতৃবৃন্দ পল্লী বিদ্যুতের কাজ বন্ধ করে দেব। আর আমরা যদি এই কাজ বন্ধ করি, তাহলে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি হবে।

সুতরাং আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আরইবি কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

Post Comment

YOU MAY HAVE MISSED