Loading Now

৯০০ গোলের দোরগোড়ায় মেসি

স্পোর্টস ডেক্স ।।

আরও একবার নিজের জাদুতে আলো ছড়ালেন লিওনেল মেসি। বাঁ পায়ের দুরন্ত এক শটে ন্যাশভিলের জালে বল জড়ালেও ইন্টার মায়ামিকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারলেন না আর্জেন্টাইন মহাতারকা। এমএলএস প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের কাছে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি, ফলে ফাইনাল নিশ্চিত করতে এখন অপেক্ষা তৃতীয় ম্যাচের।

তবে ফলাফল সত্ত্বেও মেসির গোলটি ছিল চোখ ধাঁধানো। দ্বিতীয়ার্ধের ৪৪তম মিনিটে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পলের পাস পেয়ে বক্সের কোণ থেকে বাঁ পায়ে অসাধারণ এক শট নেন তিনি। বলটি জড়িয়ে যায় গোলপোস্টের কর্নারে। গোলরক্ষক জো উইলিসের করার কিছুই ছিল না।

মেসি কয়েক দিন আগেই একই প্রতিপক্ষের বিপক্ষে করেছিলেন জোড়া গোল, এবারও উইলিসের বিপক্ষে গোলের দেখা পেলেন। এই গোলের সঙ্গে তার পেশাদার ফুটবলে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯২, অর্থাৎ আর মাত্র আটটি গোল দূরে আছেন ৯০০-এর ঐতিহাসিক মাইলফলক থেকে।

৩৮ বছর বয়সেও মেসি এখনো আগের মতোই উজ্জ্বল। শেষ ১৫ ম্যাচে তার গোল ১৭টি এবং অ্যাসিস্ট ১০টি; যা প্রমাণ করে, বয়স কেবল সংখ্যা মাত্র।

আগামী শনিবার চেজ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেদিন মেসির সামনে থাকবে আরেকটি সুযোগ, নিজের গোলসংখ্যা বাড়ানোর এবং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার। রোনালদোর গোলসংখ্যা এখন প্রায় ১ হাজারের দ্বারপ্রান্তে।

Post Comment

YOU MAY HAVE MISSED