৯৯৯ এ ফোন : বরিশাল নগরী থেকে মানুষের মাথার খুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর থেকে একটি পুরনো মানব কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নগরীতে ছড়িয়ে পরলে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘোরাফেরা করার সময় এক ব্যক্তি কেন্দ্রের পরিত্যক্তস্থানে মানুষের মাথার একটি অংশের মতো কঙ্কাল দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের ওই অংশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকৃত কঙ্কালটি অনেকদিন আগের এবং এটি মানুষের মাথার একটি অংশ।
রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানা ওসি মো. আল-মামুন উল ইসলাম বলেন, এটি মানব কঙ্কাল কি না এবং এর সাথে কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে কঙ্কালটি ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।ল



Post Comment