Loading Now

বা‌ড়ির দরজায় স‌ম্মেলন কর‌ছেন বিএন‌পি নেতা

অনলাইন ডেক্স ।।

বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে একাংশের নেতাকর্মীরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। উজিরপুরের গুঠিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আগামীকাল রোববার বানারীপাড়া ও সোমবার উজিরপুর উপজেলা বিএনপির সম্মেলন। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, ওই কমিউনিটি সেন্টারটির মালিক দলের উপজেলা আহ্বায়ক সরদার সরফুদ্দিন সান্টু। তাঁর বাড়িও সেখান থেকে ৩০০ মিটার দূরে। তিনি উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী। এ কারণে সম্মেলনে তিনি প্রভাব বিস্তার করতে পারেন।

দলীয় সূত্র জানায়, পেশায় ব্যবসায়ী সান্টু বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী নির্বাচনেও প্রার্থী হতে চান। ২০১৮ সালের পর মামলার আসামি হয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছিলেন। ৫ আগস্টের পর দেশে ফেরেন। তা ছাড়া সান্টু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা (দক্ষিণ) কমিটির ১ নম্বর সদস্য।

একই আসনের মনোনয়নপ্রত্যাশী বানারীপাড়ার বাসিন্দা কর্নেল (অব.) সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘বানারীপাড়ায় সম্মেলন করার জন্য চাখার কলেজের বড় অডিটোরিয়ামসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। জায়গা সংকটের অজুহাতে আরেক উপজেলায় সম্মেলন হওয়া ঠিক নয়।’

উজিরপুর উপজেলার দুই সভাপতি প্রার্থী মো. মিজানুর রহমান কাওসার মজুমদার ও মো. ইমদাদুল হক মিলন কাজীর অনুসারী কয়েকজন নেতা সম্মেলনের জায়গা পরিবর্তনের দাবি জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে আবেদন করেছেন। এই দুই নেতা জানিয়েছেন, গুঠিয়ার সম্মেলনস্থলে পৌঁছতে ৫০ কিলোমিটারে বেশি সড়কপথ ঘুরতে হয়। বাড়ির সামনে সম্মেলন হওয়ায় সান্টুর প্রভাব বিস্তারের ঝুঁকি আছে। শনিবার পর্যন্ত তারা কাউন্সিলর বা ভোটারের তালিকা পাননি।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে সরদার সরফুদ্দিন সান্টু বলেন, ‘যারা অভিযোগ করেছেন, তাদের জিজ্ঞাসা করুন। তারা যেন এর চেয়ে ভালো জায়গায় সম্মেলন করে দেখায়।’ অন্য এক সংবাদিকের কাছে তিনি বলেছেন, ‘আমার গায়ে জোর আছে, তাই গুঠিয়ায় সম্মেলন করছি।’

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও জেলা (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবুল হোসেন খানের ভাষ্য, সম্মেলন করার জন্য দুই উপজেলায় উপযুক্ত স্থান পাওয়া যায়নি। তাই গুঠিয়ায় হচ্ছে। ‘এক নেতা এক পদ’ নীতি প্রসঙ্গে তারা বলেন, সান্টুর সামনে উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না।

Post Comment

YOU MAY HAVE MISSED