Loading Now

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি’র) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

 

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ‘ পরিবারের অসচেতনতাই বাল্যবিয়ের প্রধান কারণ’ বিষয়ের ওপর কলাপাড়ার এমইউ মাধ্যমিক বিদ্যালয় ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়া দলকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, ‘ বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। কেউ বাল্যবিয়ের অনুষ্ঠানে দাওয়াতে গেলেও জরিমানার বিধান কার্যকর করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED