Loading Now

সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।
সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিতকরণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর বিডিএস মিলনায়তনে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম এর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাহামুদুল হোসাইন আল মামুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর-এর উপপরিচালক মো: আক্তারুজ্জামান তালুকদার, বরিশাল জেলা (দক্ষিণ) এর সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, নাগরিক সমাজের সভাপতি ডা. মিজানুর রহমান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত এবং জেলা যুবদল (দক্ষিণ) এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সমাজসেবা ও তথ্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য জনগণের মধ্যে
সচেতনতা বৃদ্ধি ও কার্যকর সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। বৈঠকে বলা হয় সরকার বিভিন্ন মাধ্যমে সাধারন জনগনকে সেবা দিচ্ছে। কিন্তু জনগন কি ভাবে এইসেবা নিবে তা জানেনা। সেবার খাত গুলোর প্রচার প্রচারনা কিভাবে বাড়ানো যায় সেবিষয় উন্মুক্ত আলোচনা করা হয়। সমাজ সেবার মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা, কর্ম সংস্থা সহ সেব সেবা রয়েছে সেসব সেবার খাত গুলো উল্লেখ করে সিটিজেন চার্টার আকারে টানিয়ে রাখতে বলা হয়। এছাড়া ও রোডসেফটির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। সর্ব ক্ষেত্রে সচেতনা বাড়াতে লিফলেট,, ব্যানার, ফেস্টুন টানিয়ে জনগনকে সচেতন করতে বলা হয়। এসময় বক্তারা সরকারি সেবার কার্যকর বাস্তবায়নে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED