Loading Now

২৭ অক্টোবর বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করবেন তারেক রহমান

ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ অক্টোবর সোমবার  দক্ষিণাঞ্চলের ২১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকল মনোনয়ন প্রত্যাশীদের গুলশান কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এদিকে গত ২৩শে অক্টোবর রাতে বরিশাল মহানগর বিএনপির সাথে বৈঠক করেছেন স্থায়ী কমিটির সদস্য ডা: এজেড এম জাহিদ হাসান। সেখানে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী মজিবর রহমান সরোয়ার, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এবং ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন উপস্থিত ছিলেন। এদের মধ্যে সরোয়ার, ফারুক ও নাসরিন বরিশাল সদর আসনে মনোনয়ন চাইছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED