Loading Now

হাদি হত্যার বিচার দাবীতে আবারো উত্তাল বরিশাল

 

নিজস্ব প্রতিবেদক ॥

শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবীতে বরিশালে মার্চ ফর হাদি কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউনহল থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। প্রথমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল এসে টাউনহলের সামনে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নথুল্লাবাদ বাস টর্মিনাল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন-হাদি হত্যার বিচারের কোন অগ্রগতি আমরা দেখছি না। এতদিন হয়ে গেল এখন পর্যন্ত খুনিকে গ্রেফতার করতে পারেনি সরকার। এমনকি খুনি কোথায় আছে সি বিষয়েও সঠিক তথ্য নেই সরকারের কাছে।

 

আমরা মনে করি এটা এই সরকারের চরম ব্যর্থতা। নিহত একজন জুলাই যোদ্ধার প্রতি চরম অবহেলা। এটা এই দেশের মানুষ ও ছাত্র-জনতা মেনে নেবে না। তারা বলেন- দ্রুত সময়ের মধ্যে হাদী হত্যার প্রধান আসামী গ্রেফতার ও বিচার না করা হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু হবে। আর সে আন্দোলন হবে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে। তারা আরো বলেন-হাদী ভাই একাধিকবার বলেছিলেন ‘আমাকে যদি হত্যা করা হয় তাহলে যেন তার বিচার করা হয়। তার অনুরোধ বা কথা রাখতে ব্যর্থ হয়েছে সরকার। আমরা এটা মেনে নেব না।

Post Comment

YOU MAY HAVE MISSED