Loading Now

মেয়ে চায় আমার জীবনে কেউ আসুক -বাধন

জীবনের ৪০টি বসন্ত পার করে ফেলেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার (২৮ অক্টোবর) ছিল অভিনেত্রীর ৪১তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারকা।

বাঁধনের ক্যারিয়ারের শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, এরপর নাটক, সিনেমায় উভয়ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারে সাফল্যের পলক থাকলেও ব্যক্তিজীবনে সিঙ্গেল মাদার হিসেবেই জীবন যাপন করছেন বাঁধন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন।

এ বিষয়ে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে সায়রা চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’

মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে এখনও ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।’

প্রসঙ্গত, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কন্যা সায়রার পূর্ণ অভিভাবকত্ব পাওয়ার লড়াই করেছেন বাঁধন। সে সময় আদালতেও দৌঁড়ঝাপ করতে হয়েছে তাকে।

আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’র কিছু দৃশ্যের কাজ এখনও বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনকে দেখতে পাবেন দর্শকেরা। এছাড়া ‘মাস্টার’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

Post Comment

YOU MAY HAVE MISSED