বিএনপির ৫ জেলার সুপার ফাইভ নেতৃত্বের সাথে কেন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগের অধীন সকল সাংগঠনিক ইউনিটের কাউন্সিল ও সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সাংগঠনিক রিপোর্ট নিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। আগামী ৭ দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তিনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর হোটেল গ্রান্ডপার্কে অনুষ্ঠিত সাংগঠনিক এ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু, আকন কুদ্দুসুর রহমানসহ মহানগর ও বিভাগের ৫ জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহবায়করা।
বিভাগের ৫ জেলায় কমিটি থাকলেও বরগুনায় আপাতত কোন কমিটি নেই। যে কারণে ৫ জেলার নেতারা সভায় উপস্থিত ছিলেন। এর আগে ঢাকায় গত ১১ ডিসেম্বর বরিশাল বিভাগের সাবেক এমপি ও সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেন আব্দুল আউয়াল মিন্টু।নগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক জানান মহানগর বিএনপিতে কিভাবে কাউন্সিল করা যায় এটা নিয়ে সুপারফাইভ নেতৃবৃন্দের মতামত নিয়েছেন। কারা ভোটার হবেন সিদ্ধান্ত নিবেন কয়েকদিন পরে। এছাড়াও বরিশাল জেলা ও মহানগরের দীর্ঘদিন পর্যন্ত পদবন্চিত নেতারা দেখা করে নিজেদের দাবীদাওয়া তুলে ধরেন। এ গ্রুপের নেতৃত্ব ছিলেন সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
Post Comment