Loading Now

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের বিক্ষোভ মিছিল

দুর্নীতিবাজ আমলা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ স্বৈরাচার এবং ফ্যাসিস্ট দোসরদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মহানগর বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ এবং যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়ার নেতৃত্ব বের হওয়া র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও সারাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে। পুলিশ ও প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। সচিবালয়ে আগুন দিয়ে তারা তাদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছে। এমতাবস্থায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে এইসব ঘটনার ব্যাখ্যা দাবী করছি। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা এবং তাদের দোসরদের দ্রুত শাস্তির দাবী জানাচ্ছি।
রিয়া বলেন, ৫ আগস্টের পর আমরা যে প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই প্রত্যাশা পূরণ হচ্ছেনা। উল্টো ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে তুলছে। আমরা দ্রুত এই অবস্থার পরিবর্তন চাই। সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক দাবী করে এর সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।

গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটায় বরিশালের অশ্বিনী কুমার টাউনহলের সামনে বরিশালের ১০ উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শাহেদ ও রিয়া। উপস্থিত ছিলেন সোহাগ, সাব্বির, সাগর, ইরফান, লাবণ্য সহ আরো অনেকে।

Post Comment

YOU MAY HAVE MISSED