বিএনপি নেতা মীর জাহিদের মাতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও ১৮ নম্বর ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের মা মনোয়ারা জিন্নাত (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত শুক্রবার সকাল ৭টায় বটতলাস্থ নিজবাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা গতকাল বাদ জুম্মা বটতলা নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুসলিম গোরস্থানে স্বামীর পাশে মরহুমার দাফন সম্পন্ন হয়। মরহুমার ছেলে মীর জাহিদুল কবির জানান, শুক্রবার সকালে ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করেন। এর কিছুক্ষন পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মীর জাহিদের মায়ের মৃত্যুর খবর পেয়ে মরহুমার বাসভবনে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারা পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
দুপুর ২টার দিকে নব আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
এদিকে মীর জাহিদুল কবির জাহিদের মাতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাহিদের মাতাকে একজন পর্দানশীল ও ধার্মিক নারী আখ্যা দিয়ে তার জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Post Comment