Loading Now

বরিশালের প্ল্যানেট ওয়ার্ল্ড: ফি বাড়লেও বাড়েনি সুবিধা, দর্শনার্থীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের গড়ে তোলা প্ল্যানেট ওয়ার্ল্ড শিশুপার্কটি চরম অব্যবস্থাপনায় চলছে বলে অভিযোগ উঠেছে। প্রবেশসহ সব রাইডের ফি বাড়লেও বাড়েনি রাইড ও সেবা। এ নিয়ে আছে দর্শনার্থীদের অভিযোগ। এখন পার্কের কর্মচারীরাও নিয়োগপত্র না পাওয়াসহ নানা অভিযোগ তুলেছেন।

নগরের বান্দ রোডে বরিশাল সিটি করপোরেশনের জমি লিজ নিয়ে শওকত হোসেন হিরন ২০০১ সালে গড়ে তোলেন প্ল্যানেট ওয়ার্ল্ড শিশুপার্ক। শুরুতে এটি দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে। হিরনের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ পার্কটির দায়িত্ব নেন। আফরোজের নেতৃত্বে তিনজন পরিচালক পার্ক পরিচালনা করছিলেন।

জেবুন্নেসা ১৬ মে গ্রেপ্তার হন। অবশ্য তার আগেই গত বছরের ৫ আগস্টে পটপরিবর্তনের পর পার্কটির লিজ নেওয়া হয় পরিচালক সালাউদ্দিন কবির ও মহসীনা শহীদ নীলার নামে। এরপর পার্কে প্রবেশ ফি ২০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা এবং প্রতিটি রাইডের ফি ৩৫ থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা।

শুক্রবার পার্কে ঘুরতে যাওয়া আসমা আক্তার নামের এক গৃহিণী বলেন, ‘রাইডগুলোর ফি বাড়ানো হলেও সেবা বাড়েনি। বরং সেবার মান আরও কমে গেছে। ঘরে থাকতে থাকতে বাচ্চারা হাঁপিয়ে ওঠে, তাই নিয়ে আসি।’

দর্শনার্থী প্রবেশ এবং রাইডে চড়ার টিকিটের দাম বাড়লেও সুবিধা না বাড়ানো প্রসঙ্গে পার্কের পরিচালক মহসীনা শহীদ নীলা বলেন, আমরা রাইডের সংখ্যা বাড়িয়েছি।’

এদিকে, জেবুন্নেসা গ্রেপ্তারের পর কর্মচারীদের অসন্তোষ অনেকটা প্রকাশ্যে রূপ নিয়েছে। পার্কের ৩৬ কর্মচারী বেতন, নিয়োগপত্র, ওভারটাইম, সাপ্তাহিক ছুটি নিয়ে নানা জটিলতায় ভুগছেন। এসব নিয়ে কথা বললেই পরিচালক সালাউদ্দিন কবির ও ম্যানেজর সোহরাব আলী তাঁদের ছাঁটাইয়ের হুমকি দেন।

কর্মচারীরা জানিয়েছেন, ২১ মে ম্যানেজার সোহরাব আলীর কাছে বেতন বৃদ্ধি এবং নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তাঁরা। কিন্তু সোহরাব সাফ জানিয়ে দেন, এখন কোনো কিছুই সম্ভব নয়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী অভিযোগ করেন, এই পার্কে দীর্ঘদিন যাঁরা কাজ করেন, তাঁদের বেতন বাড়ে না। এখানে সর্বনিম্ন বেতন ৬ হাজার টাকা। তাঁদের ৩৬ স্টাফের কোনো নিয়োগপত্র নেই। অথচ ২ নারীকে সম্প্রতি নিয়োগপত্র দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের বেতনও বেশি। ওভারটাইম ঘণ্টায় মাত্র ৫০ টাকা। আমাদের মে দিবসেও ছুটি নেই। তার ওপর ম্যানেজার সোহরাব ও ফোরম্যান জলিল ঠুনকো কারণে হয়রানি করে, ছাঁটাই করে। ইতিমধ্যে সোহাগ, হুমায়ুন কবির ও ইব্রাহিম নামের তিনজনকে ছাঁটাই করা হয়।

পরিচালক কবিরের পিস্তলের ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না বলে জানান অপর এক কর্মচারী।

জানতে চাইলে পার্কের পরিচালক মহসীনা শহীদ নীলা বলেন, কর্মচারীরা নিয়োগপত্র কিংবা বেতন বৃদ্ধির কথা লিখিত কিংবা মৌখিকও জানাননি। কর্মচারীদের হয়রানি ও হুমকিধমকির কথাও শোনেননি বলে জানান নীলা।

প্ল্যানেট ওয়ার্ল্ডের ম্যানেজার সোহরাব আলী জানান, তাঁরা যেমন দর্শনার্থী প্রবেশ ও রাইড টিকিট বাড়িয়েছেন, তেমনি সরকারও সব বাড়িয়ে দিয়েছে। সিটি করপোরেশনের শর্ত অনুযায়ী তাঁরা প্রবেশ ফি নিচ্ছেন। কিন্তু রাইডের ফি তাঁরা নির্ধারণ করেন।

কর্মচারীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কর্মচারীদের নিয়োগপত্র ও বেতন বৃদ্ধির জন্য কথাবার্তা চলছে। মালিকপক্ষকে জানিয়েছি। কর্মচারীরা নিয়োগপত্রের পাশাপাশি কেউ কেউ বেতন বাড়াতে বলছেন। কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ছাঁটাই করা হয়, অন্যথায় চাকরি কারও যায়নি। বেতন অনুযায়ী ওভারটাইম দেওয়া হয়।

বিসিসির হাটবাজার শাখার প্রধান নুরুল ইসলাম বলেন, পার্কের লিজের শর্ত অনুযায়ী প্রবেশ ফি তাঁরা নির্ধারণ করে দেন। কিন্তু রাইডের ফির ক্ষেত্রে তাঁদের কোনো বিধিনিষেধ নেই।

এ প্রসঙ্গে পার্কের পরিচালক সালাউদ্দিন কবির বলেন, তাঁরা পার্টটাইম কাজ করেন, কিসের নিয়োগপত্র? বেতন আর বাড়ানো সম্ভব নয়। সবকিছুর চার্জ বেড়ে যাওয়ায় তাঁরা রাইড ও গেটের টিকিট ফি বাড়িয়েছেন।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, পার্কে দর্শনার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন। প্রতিষ্ঠানটির কর্মচারীদের অধিকার বাস্তবায়ন সংশ্লিষ্ট দপ্তর দেখবে।

Post Comment

YOU MAY HAVE MISSED