Loading Now

চিরকুট লিখে শেবাচিম শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ।।

চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি’ লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ছাত্র সজীব বাড়ৈই। শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার (২৪ মে) বিকেলে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজীব। এর আগে বৃহস্পতিবার রাতে শরীরে ইনজেকশন পুশ করার পর সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

সজীব বাড়ৈই শেবাচিমের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার সহপাঠীরা বর্তমানে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করলেও সজীব তৃতীয় বর্ষেই আটকে ছিলেন। মারা যাওয়ার আগে তিনি চিরকুটে লিখে গেছেন, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’

নিহতের রুমমেট সুমন হালদার জানান, ‘পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে সজীব। পড়াশোনার চাপে প্রায়ই অসুস্থ হতো। তৃতীয় বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে আছে সে। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে খুবই ভয় পেত।

সহপাঠী জানান, গত বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে ক্লোনাজিপাম+ ফ্লুক্সেটিন গুড়ো করে শিরাদিয়ে রুটে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। সহপাঠীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে জানতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Post Comment

YOU MAY HAVE MISSED