Loading Now

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষিকা আহত

নিজস্ব প্রতিবেদক ।।

ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাদিজা আক্তার আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, তিনি লেকচার দেওয়ার সময় সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। শিক্ষিকা সরে যাওয়ার চেষ্টা করলেও ফ্যানের পাখার আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

আহত শিক্ষিকা বলেন, “আমি প্রেজেন্ট নেওয়া সময় ঘটনাটি ঘটেছিল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তো সবসময় ঘটেনা, এটা যাতে দ্বিতীয়বার না ঘটে সেটাই আমার কাম্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনাটি স্টুডেন্টের সাথে ঘটেনি। এবং আল্লাহর অশেষ রহমতে ফ্যানটি আমার মাথার মাঝ বরাবর না পরে মাথার এক সাইডে লেগেছে, যার ফলে তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।”

বর্তমান শারীরিক পরিস্থিতির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখন পর্যন্ত আমার মাথা,কান, মুখ ফুলে আছে। তবে গতকাল ডাক্তার আমাকে পেইন কিলার দিয়েছেন এবং তিনি বলেছেন যদি তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠি তাহলে সিটি স্ক্যান করার জন্য। আশা করি তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবো।”

মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহারের সাথে কথা বললে, তিনি জানান, “শিক্ষিকার আঘাতপ্রাপ্ত স্থানে ফুলে গিয়েছে। এমনিতে বড় কোন ক্ষতি হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে যাবে।” বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত আছি। সকল শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

Post Comment

YOU MAY HAVE MISSED