Loading Now

বরগুনায় ৮ কেজি গাঁজাসহ আটক ৪

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৮ কেজি গাঁজা জব্দসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে রোববার (২৫ মে) সকাল ১০টা পর্যন্ত পাথরঘাটা থানাধীন কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মো. কামরুজ্জামান বাবু (৩২), মো. রুবেল মিয়া (৩১), মো. শাহীন ব্যাপারী (৪১) এবং মো. আল-আমিন (২০)। তারা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা। অভিযানে ৮ কেজি গাঁজার পাশাপাশি ২টি ডিজিটাল ওয়েট মেশিনও জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কাটাখালি এলাকায় মাদক কারবারের অভিযোগ বহুদিন ধরে শোনা যাচ্ছিল। কোস্ট গার্ডের এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং স্থানীয়রা নিয়মিত নজরদারি চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করি। গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে এবং প্রাপ্ত আলামতসহ তাদেরকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED