বরিশালের সাবেক কাউন্সিলর হিরু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) গভীর রাতে নগরীর ফকির বাড়ি রোডের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
ওসি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । সেই মামলায় আসামী ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে আটক করা হয়।
Post Comment