বরিশালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) সকাল মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
অজ্ঞাতপরিচয় লাশটি যুবকের বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা।
মেট্রোপলিটনের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাইম আহমেদ জানান, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের মেম্বার বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহটি এনে এখানে ফেলা হয়েছে। কঙ্কালের ধরন দেখে মনে হচ্ছে একমাস আগে হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তে থানায় বার্তা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের খোঁজ না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান টিপু বলেন, তার বাড়ির পাশের নির্জন এলাকায় ডোবায় মরদেহটি পাওয়া গেছে। স্থানীয় এক ব্যক্তি কচুরলতি তুলতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে এসে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ তার গ্রামের কারও নয় বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য টিপু।
Post Comment