Loading Now

পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন না বরিশালের প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক ।।

চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবিতে আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের কথা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। তবে বরিশালে কোন ধরনের কর্মবিরতিতে যাচ্ছেন না শিক্ষকরা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকা এই কর্মসূচি পালন করা হচ্ছে না বরিশালের কোন বিদ্যালয়ে। সোমবার (২৬ মে) সকালে এমন দাবি করেছেন বরিশাল মহানগর প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি সাব্বির খান।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বরিশাল থেকে আমরা কোন ধরনের ঝামেলা চাচ্ছি না। তাই অন্তত পক্ষে আমি বলতে পারি বরিশালের কোন বিদ্যালয়ে কেন্দ্রঘোষিত এই কর্মসূচি পালন হচ্ছে না। কেন্দ্রের সাথে আমরা নাই।

তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ক্লাস ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কেন্দ্রঘোষিত কোন কর্মসূচি পালন হচ্ছে না।

এর আগে, তিন দফা দাবি আদায়ে প্রাথমিকের সহকারী শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি রোববার শেষ হয়। দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী, পূর্ণদিবস কর্মবিরতিতে যাবার কথা ছিল সহকারী শিক্ষকদের।

তার আগে তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

Post Comment

YOU MAY HAVE MISSED