Loading Now

আজ থেকে টিসিবির পন্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক ॥

নিম্ন আয়ের মানুষের জন্য আবারও মঙ্গলবার সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ড টিসিবির ফ্যামিলি কার্ডদারীদের মাঝে টিসিবির পণ্য দেওয়া শুরু হবে। সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত প্রতিটি কার্ড ধারীদের মাঝে চাল, তেল, ডাল ও চিনি দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল টিসিবির অফিস প্রধান শতদল মন্ডল। প্রতিটি কাড়ে চাল ৫ কেজি, ডাল দুই কেজি, চিনি এক কেজি তেল দুই লিটার করে দেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED