স্বামীকে হাত-পা বেঁধে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে গভীর রাতে স্বামীকে হাত-পা বেঁধে ‘হত্যাচেষ্টার’ অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার দিবাগত গভীর রাতে নগরীর কাউনিয়া জানুকিসিংহ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটেছে।
স্ত্রীর দাবি, তাকে মারধর করায় ঘুমন্ত স্বামীর হাত পা বেঁধে রেখেছিলেন। তবে স্বামীর দাবি, টিকটক করতে বাধা দেওয়ায় তাকে হত্যা করতে ঘুমন্ত অবস্থায় তার হাত-পা বেঁধে ফেলা হয়েছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তারা হলেন, স্থানীয় বকুল হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার ও তার স্ত্রী একই এলাকার রাসেল আকনের মেয়ে মারিয়া আক্তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিছানায় শোয়া স্বামীর হাত ও পা বাঁধা। সে চিৎকার করছে। এলাকাবাসী স্ত্রীকে জিজ্ঞেস করছে কেন সিরাজকে বাঁধা হয়েছে। জবাবে স্ত্রী মারিয়া বলে সে আমাকে মারধর করেছে তাই বেঁধে রেখেছি।
তবে স্বামী সিরাজ বলেন, স্ত্রী মারিয়াকে টিকটক করতে বাধা দিয়েছি। তাই আমি ঘুমে থাকা অবস্থায় আমাকে বেঁধে হত্যার চেষ্টা চালায় আমার স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, এক বছর পূর্বে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে টিকটক করা নিয়ে সংসারে কলহ লেগেই রয়েছে।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Post Comment