বাবুগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক ।।
বাবুগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি সংস্থা রূপান্তরের উদ্যোগে অভ্যন্তরীণ পাচার ও যৌনতার শিকার শিশুদের সুরক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় উপজেলা সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্ন্যামত, বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি। সভায় মানব পাচার প্রতিরোধে তথ্যচিত্রের প্রদর্শনী ও বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন রূপান্তরের বরিশাল জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার। এসময় প্রকল্প কর্মকর্তা সীমা বিশ্বাস উপস্থিত ছিলেন।
উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও ফারুক আহমেদ বলেন, ‘মানব পাচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। আমাদের অনেক নারীরা বিভিন্ন চাকরির প্রলোভনে পড়ে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়াও অনেক বেকার যুবক দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে গিয়ে প্রতারিত এবং সর্বস্বান্ত হচ্ছে। নারী ও শিশু পাচার রোধে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।’
Post Comment