বরিশালে তিন কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জসিম ও ওবায়দুল্লাহ্ এর অভিযানে তিন কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। এ-সময় মূলহোতা সোহাগ হোসেন এ্যাপেল পালিয়ে যায়।
আজ মঙ্গলবার(২৭মে) ১টায় কেডিসি বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করেন। এসময় আটককৃত মাদক কারবারি নারীর স্বামী মোঃ সাগর হোসেন এ্যাপেল পালিয়ে যায়। বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ্ বলেন, গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে কেডিসি বালুর মাঠ এলাকায় একাধিক মাদক মামলার আসামী সোহাগ হোসেন এ্যাপেল মাদক দ্রব্য, ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টা ৪০ মিনিট সময় কেডিসি বালুর মাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে নগরের ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ রাজ্জাক স্মৃতি কলোনির বাসিন্দা মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সোহাগ হোসেন এ্যাপেল এর ঘরের পাশে প্লাস্টিকের ড্রেমের ভিতর কাগজের মোড়ানো এক ড্রাম (২ কেজি ৯৮০ গ্রাম) গাঁজা উদ্ধার ও জব্দ করা হয় এবং নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বলেন, কেডিসি এলাকার বাসিন্দা মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সোহাগ হোসেন এ্যাপেলের স্ত্রী খাদিজা বেগমকে আটক করা হয়েছে।এসময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সোহাগ হোসেন এ্যাপেল পালিয়ে গেছে। আটককৃত নারী মাদক কারবারি খাদিজা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে থানায় সোপর্দ করানোর প্রস্তুতি চলছে।
Post Comment