Loading Now

আমিনুলকে বিসিবির পরিচালক করার বৈধতার রিট কার্যতালিকা থেকে বাদ

স্পোর্টস ডেক্স ।।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রিটটি তালিকা থেকে বাদ দেন।

আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

আইনজীবী এ কে এম আজাদ বলেন, রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করা হবে কি না সে বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। পরে ওই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক গতকাল রিটটি করেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED