প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকরণ ও দুর্যোগ সহনশীল সামাজিক সুরক্ষা বিষয় সভা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইকবাল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দীন,উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক
উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা৷ বিভিন্ন NGO প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আভাস সিডিসিএস প্রকল্পের প্রকল্প ব্যাবস্থপক সঞ্জয় বিশ্বাস, উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সোবহান, ইউনিয়ন ফেসিলিটেটর নাহার আক্তার এবং মো: কালমসহ বিভিন্ন পেশা ও নেতৃবৃন্দ।
সভায় প্রতিবন্ধী ব্যাক্তি ও ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগের ঝুকি হ্রাসে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কমিটির সদস্যদের এই জনগোষ্ঠীর দুর্যোগের প্রস্তুতি গ্রহনে সহায়তা করার নির্দেশ দেন, কমিটির সদস্যদের দুর্যোগে ঝুঁকি হ্রাসে কাজ করার পরামর্শ দেন। দুর্যোগে ঝুঁকি হ্রাসে আভাস এর কার্যক্রম এর জন্য ধন্যবাদ জানান এবং সবসময় আভাস এর পাশে থাকার আশ্বাস দেন।
Post Comment