Loading Now

বরগুনায় ৫ দিনেই সাঁকো নির্মাণ করলো নৌবাহিনী

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর নিম্মচাপের প্রভাবে জোয়ারের পানিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধের একটি অংশে পাঁচ দিনের মধ্যে অস্থায়ী সাঁকো (কাঠের পোল) নির্মাণের কাজ সম্পন্ন করেছে নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের সদস্যরা। বাঁধ ভেঙে চলাচল বন্ধসহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া কয়েকটি গ্রামের বাসিন্দের ভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে এ সাঁকোটি নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামানের পরিদর্শন শেষে নির্মিত ওই সাঁকোটি উন্মুক্ত করা হয়। এ সময় নৌবাহিনীর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত (২৯ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হয়। এতে বরগুনার বিভিন্ন এলাকার রিং বেড়িবাঁধ ভেঙে এবং উপচে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর মধ্যে পাথরঘাটা উপজেলার হলতা নদীর পানির চাপে নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের একটি সংযোগ বেড়িবাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে যায়। ফলে চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের পাঁচটি গ্রামের বাসিন্দারা। পরে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমিয়ে চলাচল স্বাভাবিক করতে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওই অংশে পাঁচ দিনের মাথায় একটি অস্থায়ী সাঁকো নির্মাণের কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন নৌবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামান বলেন, বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

Post Comment

YOU MAY HAVE MISSED