Loading Now

সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

অনলাইন ডেক্স ।।

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার রাজধানীর মুগদা হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে লাশ হাসপাতালে থাকার বিষয়টি জানায়।

হাতিরঝিল থানার ওসি মো. রাজু বলেন, তরীর মা জানিয়েছেন- তার মেয়ে নিয়মিত অ্যালকোহল খেত। ধারণা করা হচ্ছে অ্যালকোহল পানে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়েছে।

জানা গেছে, তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি চ‍্যানেল২৪- এর সংবাদ উপস্থাপক ছিলেন। সর্বশেষ আরটিভিতে চাকরি করেছেন। মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। পরিবার নিয়ে রাজধানীর ইস্কাটনে বসবাস করছিলেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED