ঈদে বরিশালের বিএনপি নেতাদের নির্বাচনী গনসংযোগ
রাজনৈতিক নানা পটপরিবর্তন ও বর্তমান সময়ে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতানৈক্যের মধ্যে গেল ৬ জুন আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে । এই নির্দিষ্ট সময়সূচি পেয়ে বরিশালে মাঠে নেমে পড়েছেন আগ্রহী প্রার্থীরা । তাঁরা ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় প্রাথমিক গণসংযোগ সেরে নিয়েছেন । বিশেষ করে বিএনপির নেতাদের পক্ষ থেকে ভূরিভোজ , মহড়া ছিল চোখে পড়ার মতো । কোথাও কোথাও প্রচারের প্রতিযোগিতার পাশাপাশি বিরোধের দৃশ্যও দেখা গেছে । হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল -৪ আসনে বিএনপির টিকিট পেতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান । দুজনেই ঈদে এলাকায় এসে নেতা কর্মীদের নিয়ে ব্যাপক মহড়া দিয়েছেন । বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাউদ্দিন জানান , ঈদের পর তিনি এলাকায় গিয়ে দেখেছেন মানুষ ভোট দিতে অপেক্ষা করছেন । তিনি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খাওয়া – দাওয়া করেছেন । তিনি আগামী নির্বাচনে দলের মনোনয়ন চাইবেন । অন্যদিকে রাজিব মেহেন্দীগঞ্জ পৌর এলাকায় তাঁর বাড়িতে নেতা – কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেছেন , দাওয়াত খেয়েছেন ও নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মর্যাদার আসন বরিশাল -৫ ( সদর ) -এ সম্ভাব্য প্রার্থীরা মাঠে সরব আছেন । বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এই আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং তিনি এবারও নির্বাচন করতে আগ্রহী । তিনি বলেন , ঈদের সময়টি ব্যবহার করতে এলাকায় নেতারা ব্যস্ত রয়েছেন । সদরে তিনি বারবার নির্বাচন করেছেন । ভবিষ্যতে দল নির্ধারণ করবে , এখানে মনোনয়ন কে পাবেন । অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সরোয়ার বলেন , অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দেওয়া । কিন্তু তারা নির্বাচন রেখে অন্য কাজে ব্যস্ত । কেউ দেশের মানচিত্র পরিবর্তন করতে চায় , কেউ সংস্কারের নামে নানা কর্মকাণ্ডে ব্যস্ত । যে কারণে জনগণের
মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে । এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও আগ্রহী দলের নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ । তিনি অনেক আগ থেকেই প্রচার প্রচারনা চালাচ্ছেন । আবু নাসের জানান , তিনি ঈদে হাজারো লোককে আপ্যায়ন করিয়েছেন । বিভিন্ন স্থানে সামাজিক অনুষ্ঠানে ও দাওয়াতে অংশ নিয়েছেন । মানুষ মুখিয়ে আছেন ভোট দিতে । বয়স ৩৫ হয়েছে এমন হাজারো মানুষ একবারও ভোট দিতে পারেননি । তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে গ্রামগঞ্জে আলোচনা চলছে । বরিশাল -৩ ( বাবুগঞ্জ ও মুলাদী ) আসনের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ঈদের দিন থেকে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় দুই নেতা । তাঁরা হলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস
চেয়ারম্যান জয়নুল আবেদীন । অনেক বছর পর বাবুগঞ্জে নেতা – কর্মীদের নিয়ে মহড়া দিয়েছেন সেলিমা । মুলাদীতে বিএনপির নেতা ছত্তার খান পাঁচটি গরু দিয়ে সেলিমার উপস্থিতিতে ভূরিভোজ করিয়েছেন । অন্যদিকে জয়নুল ঈদের দিন ও পরদিন মুলাদীর বিভিন্ন এলাকায় শুভেচ্ছাবিনিময় করেছেন । বরিশাল -১ ( গৌরনদী আগৈলঝাড়া ) আসনে প্রার্থী হতে চাওয়া দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন , সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান , নির্বাহী সদস্য আব্দুস সোবাহান এবার ঈদ উদ্যাপন করেছেন এলাকায় । কুদ্দুস বলেন , “ নির্বাচনী মৌসুম , তাই নেতারা ঈদে এলাকায় আসছেন । তবে রাজনীতি মৌসুমভিত্তিক হয় না । আন্দোলনে থাকবেন না , এলাকায় আসবেন না ; কিন্তু নির্বাচন এলেই তাঁরা এলাকায় ছুটে আসেন অতিথি পাখি হিসেবে — এটা ঠিক নয় । ” নির্বাচনের জন্য ঘোষিত সময়ের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন , ‘ এপ্রিলে ঝড়ঝঞ্ঝা থাকে । এপ্রিলের কথা বলে ভাঁওতাবাজি করছে সরকার । ’ এদিকে বরিশাল -৬ ( বাকেরগঞ্জ ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান ঈদে ছুটে বেড়িয়েছেন বিভিন্ন ইউনিয়নে ।
অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ঈদের পরদিন নিজ বাসায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের আপ্যায়ন করেছেন। ঈদের দিন রাতে মহানগরের ৩০ ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ভুড়িভোজ করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। তার ঐ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতি ছিল। তবে এ প্রসঙ্গে আফরোজা খানম নাসরিন বলেন,আমি সবসময়ই নেতাকর্মীদের নিয়ে থাকি।আর আমার বাসায় সবসময়ই আপ্যায়নের ব্যবস্থা থাকে। সামনে নির্বাচন আসছে। সরাকারের মধ্যে ধোয়াশা এখনো কাটেনি।যদি দল প্রার্থী করে তাহলে নির্বাচনের জন্য প্রস্তুতি আছে বলেও দাবী করেন এই নেত্রী।
Post Comment