Loading Now

বিয়ের রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি ।।

ভোলার চরফ্যাশনে বিয়েবাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। এ সময় পুকুরে ডুবে ময়না নামের তিন বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার নুরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ময়না ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াছের মেয়ে।

নিহত ময়নার চাচা শাওন জানান, ‘আজ দুপুরে আমার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। আমার ভাবি রাজিয়া বেগম আমাদের বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তখন ভাতিজি ময়না খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে ময়না হাতে বোতল নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে যায়।

বোতলটি পুকুরে পড়ে যায়। এরপর ময়না বোতলটি তুলতে গিয়ে পুকুরে ডুবে যায়। ময়নাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর পুকুরে ময়নার হাত ভাসতে দেখে বাড়ির লোকজন পুকুর থেকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরের সত্যতা নিশ্চিত করে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED