বাকেরগঞ্জ অটোরিকশা চোরচক্রের এক সদস্য আটক
বাকেরগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের সেনানিবাসসংলগ্ন এলাকা থেকে হৃদয় নামের একজন অটোরিকশা চোর চক্রের সদস্যকে চোরাই অটোরিকশাসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চোরচক্রের সদস্যরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক থেকে নানা কৌশলে অটোরিকশা, মটরবাইক ও গবাদি পশু চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশকে অভিযোগ বা সাধারণ ডায়রি করেও ভুক্তভোগীরা কোন প্রতিকার পায়নি।
স্থানীয় ভুক্তভোগীরা হৃদয় নামের এই চোরকে আটক করে পুলিশে দিয়েছে এবং বাকেরগঞ্জ থানা পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন যেনো বিগত দিনের সকল চুরির ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
এ বিষয়ে থানা পুলিশের তৎপরতা সম্পর্কে জানতে চাইলে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছি এবং এর চোর হৃদয়কে আটক করে পুলিশের হেফাজতে নিয়েছি ।
অবশ্যই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান ওসি।
Post Comment