Loading Now

ছুটি কাটাতে কোথায় গেলেন রুনা খান

বিনোদন ডেক্স ।।

অভিনেত্রী রুনা খান। কয়েকদিন আগে সাংবাদিকদের দেওয়া এক সক্ষাৎকারে জানিয়েছিলেন মেয়ের স্কুলের লম্বা ছুটির কারণে পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবেন তিনি। তবে কোন দেশে যাবেন সেটা জানাননি। এবার জানা গেলো যুক্তরাষ্ট্রে গেছেন এই অভিনেত্রী।

আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবির সঙ্গে জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি।

মেকআপ ছাড়া রুনার পরনে ছিল অলিভ গ্রিন বা ধূসর-সবুজ রঙয়ের স্লিভলেস-ফ্লেয়ারি স্টাইলের ট্যাঙ্ক টপস ও হালকা নীল রঙের ফেডেড ওয়াশ ডেনিম শর্টস।

 

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে রুনা খান লিখেছেন, ‘হাডসন নদীর তীরে..।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, ‘হলিডেস, ফ্যামিলি ট্রিপ, নো-মেকআপ।

এবার ঈদুল আজহায় চলচ্চিত্র-সিরিজ-সব মাধ্যমেই রয়েছেন অভিনেত্রী রুনা খান। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ এসেছে তার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। অন্যদিকে, আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ এবং ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’।

 

এছাড়া মাসুদ পথিকের ‘বক’, কৌশিক সংকর দাশের ‘দাফন’, ও জাহিদ হোসেনের ‘নীলবন্ধন’ নামের তিনটি সিনেমার শুটিং শেষ করে রুনা খান। সম্প্রতি আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সব ঠিক থাকলে মাসখনেক পর জানা যাবে সিনেমাটির নাম।

Post Comment

YOU MAY HAVE MISSED