ভোলায় ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে আহত তরুণের মৃত্যু
ভোলা প্রতিনিধি ।।
ভোলা সদর উপজেলায় ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তরুণের নাম ইসমাঈল (২২)। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ঘোলপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা তিনটার দিকে শ্যামপুর গ্রামের ঘোলপাড় এলাকায় ভাই ও বন্ধুদের নিয়ে ক্যারম খেলছিল ইসমাঈল। হঠাৎ রুমা আক্তার (৩০) নামের প্রতিবেশী এক প্রতিবন্ধী নারী সেখানে গিয়ে ক্যারমের ঘুঁটি ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেন। এ সময় ওই তরুণ-যুবকেরা রুমাকে চড়থাপ্পড় দিয়ে সেখান থেকে সরিয়ে দেন। রুমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে তাঁর পরিবার এতে ক্ষুব্ধ হন। তাৎক্ষণিকভাবে রুমার বড় ভাই মফিজুল ইসলাম, সবুজ, সাগরসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসমাঈল ও তাঁর পরিবারের সাত-আটজনকে কুপিয়ে জখম করেন। পরে তাঁদের সেখান থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় ইসমাঈল, তাঁর বোন খাদিজা বেগম ও বীথি ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে ইসমাঈলের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, ওই সংঘর্ষের ঘটনায় গতকাল সন্ধ্যায় ইসমাঈদের চাচা অলিউল্লাহ বাদী হয়ে একটি হামলা-সংঘর্ষের মামলা করেন। এতে মফিজুলকে প্রধান আসামি করে ৮-৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ইসমাঈল গেছেন। তাই এটি এখন হত্যা মামলায় পরিণত হবে।
Post Comment