Loading Now

শুটিং সেটে আহত, তবে শঙ্কামুক্ত ইমরান হাশমি

 

বিনোদন ডেক্স ।।

বলিউড অভিনেতা ইমরান হাশমি শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘাড়ে আঘাত লেগেছে তার।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে এই অভিনেতার গলা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদে ইমরান হাশমির ‘গুদাচারি ২’ সিনেমার শুটিং চলছিল। সেখানে একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালে ঘটে এই দুর্ঘটনা।

অভিনেতার বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, হাশমির গলায় মারাত্মক জখম হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখন অবশ্য শঙ্কামুক্ত হাশমি। দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন এই সিনেমার। পাশাপাশি শেয়ার করেছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #জি২। শুটিং চলছে। ’

সিনেমাটি পরিচালনা করছেন আদিভি শেশে। ‘জি ২’ হলো আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু সিনেমা ‘গুদাচারি’র সিকুয়েল। এতে হাশমি ছাড়াও অভিনয় করছেন শোভিতা ধুলিপালা, জগপতি বাবু প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED