Loading Now

নতুন অধিনায়ক পেল বাংলাদেশ

স্পোর্টস ডেক্স ।।

বাংলাদেশ ক্রিকেট এখন তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলেও পরিবর্তন আসছে নেতৃত্বে। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, আর তার জায়গায় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বছরের জন্য মিরাজকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের এক পরিচালক দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, শান্ত নেতৃত্বে আগ্রহ না দেখানোয় নতুন অধিনায়ক নির্বাচনের প্রয়োজন পড়ে।

পরিচালক আরও জানান, আপাতত এক বছরের জন্য দায়িত্ব পেলেও মিরাজের পারফরম্যান্স, নেতৃত্বগুণ এবং দল পরিচালনার দক্ষতার ওপর ভিত্তি করে ভবিষ্যতে তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স, শান্ত স্বভাব এবং দলের সঙ্গে ভালো সমন্বয় গড়ে তোলার সামর্থ্যই মিরাজকে নেতৃত্বের দায়িত্বে আনার পেছনে বড় ভূমিকা রেখেছে।

আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে একটি সিরিজ দিয়ে মিরাজ তার অধিনায়কত্বের নতুন যাত্রা শুরু করবেন। এর মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটে তিন ভিন্ন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ দল।

Post Comment

YOU MAY HAVE MISSED