উচ্ছেদে গিয়ে অবৈধ দখলদারদের বাধার মুখে বিসিসির কর্মীরা
উচ্ছেদে গিয়ে অবৈধ দখলদারদের বাধার মুখে বিসিসির কর্মীরা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের ঐতিহ্যবাহী লাকুটিয়া খাল উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
শুক্রবার (১৩ জুন) দুপুরে কাশিপুর ইউনিয়নের বিল্লবাড়ি এলাকায় সংলগ্ন খালে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সময় বরিশাল বিভাগীয় কমিশনার ও বিসিসি প্রশাসক রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে খালের ওপর দিয়ে নির্মাণ করা স্থায়ী ব্রিজ ভেঙে দেওয়া হয়।
বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, লাকুটিয়া খালের ওপর দিয়ে পার্শ্ববর্তী হাউজিং প্রকল্পে যাতায়াতের জন্য খালের ওপর দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজ নির্মাণের জন্য খালের দুইপাশে দেয়াল করা হয়েছে। এতে খাল ছোট হয়ে গেছে। তাই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওই ব্রিজ ভাঙতে যায় বিসিসি। তখন হাউজিং ব্যবসায়ীসহ ২০-২৫ জন দখলদার আমাদের কাজে বাধা দেয়। এ সময় তারা আমাদের সঙ্গে উচ্চবাচ্য করে। পরে ব্রিজ ভেঙে ফেলা হয়।
Post Comment