Loading Now

পটুয়াখালীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীতে বাসের ধাক্কায় সাকিবুন নাহার শশী (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শশী গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শশী গলাচিপা থেকে পটুয়াখালী বাস টার্মিনালে আসেন। সেখান থেকে বরিশালে যাওয়ার উদ্দেশে একটি বাসে ওঠার চেষ্টা করেন তিনি। এসময় পেছন থেকে বিসমিল্লাহ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘এ ঘটনায় অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

Post Comment

YOU MAY HAVE MISSED