ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ভোলা প্রতিনিধি ।।
ভোলার লালমোহন উপজেলায় অটোমেটিক ডাস্টবিন উদ্ভাবন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোস্তাকিম মাহি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে লালমোহন পৌরসভা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী মোস্তাকিম মাহি লালমোহন বাজারের চালের আড়তদার মো. মনির হোসেনের ছেলে এবং লালমোহর সরকারি পলিটেকনিক্যালের নবম শ্রেণির ছাত্র। তার মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
শিক্ষার্থী মোস্তাকিম মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতো। শনিবার সন্ধ্যার পর থেকে মাহি তার রুমে বসে মোটর ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরির চেষ্টা করছিল।
এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘরের দেয়ালের কাছে ছিটকে পড়ে যায়। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিল। বাজার থেকে ফিরে তারা মাহিকে দেয়ালের সঙ্গে হেলে পড়ে থাকতে দেখেন।
এরপর দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিম মাহিকে মৃত ঘোষণা করেন। লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, শনিবার রাতে ওই শিক্ষার্থীর স্বজনরা তাকে হাসপাতালে আনেন। তবে এখানে আনার আগেই মারা যায় ওই শিক্ষার্থী।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Post Comment